Kharkati Community Clinic, Chirirbandar

Kharkati Community Clinic, Chirirbandar

কো-ট্রাইমোক্সাজল বড়ি, ১২০ মিলিগ্রাম

 Cotrimoxazole Tablet, 120 mg 

ওষুধের পরিমাণ:
Cotrimoxazole Tablet, 120 mg (কো-ট্রাইমোক্সাজল বড়ি, ১২০ মি.গ্রা)
ঔষধটি তে রয়েছে সালফামিথাক্সাজল ১০০
মি.গ্রা এবং ট্রাইমিথোপ্রিম ২০ মি.গ্রা।

যে উপসর্গ বা রোগে ব্যবহার করা হয়: বিভিন্ন ধরণের সংক্রমন। শ্বাসতন্ত্র (যেমন- নিউমোনিয়া), মূত্রতন্ত্র, পরিপাকতন্ত্র (যেমন- পাতলা পায়খানা্), ত্বক ইত্যাদির সংক্রমন। এছাড়াও টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর ও গনোরিয়া ইত্যাদি।

সেবন মাত্রা:
·        ২ মাস থেকে ৬ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে: ১টি বড়ি পানিতে গুলিয়ে ১২ ঘন্টা পরপর বা দিনে ২-৫ বার সেব্য।

·        ৬মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ২ টি বড়ি পানিতে গুলিয়ে ১২ ঘন্টা পরপর বা দিনে ২-৫ বার সেব্য।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: 
(১) গর্ভাবস্থায় 
(২) অকৃতকর কিডনী ও লিভার সমস্যা।

পার্শ্বপ্রতিক্রিয়া: 
(১) বমি বমি ভাব বা বমি হওয়া 
(২) ক্ষুধামন্দা 
(৩) এলার্জির কারণে ত্বকে চুলকানি বা দাগ হওয়া।

সাবধানতা: (১) কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।

মন্তব্য: ঔষধটি খেতে একটু তিতা লাগে। এজন্য গুলেয়ে খাবার জন্য এর সাথে একটু চিনি, মধু ইত্যাদি মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে দেওয়া যেতে পারে। ঔষধটির সাথে পানি বেশী করে খেতে হবে।
এই সাইটটি রোগের চিকিৎসা হিসাবে ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র প্রাথমিক ধারনা নেয়ার জন্য। আপনি অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিয়ে ঔষধ খাবেন। যেহেতু প্রতিটা ঔষধের ডোজ বা মাত্রা,মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরী করা হয়। সেহেতু এই ব্লকে দেখানো যেকোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। ফোন: ০১৭১৩৭৩৩০৮৩ . ইমেইল: farhadchcp@gmail.com
Previous
Next Post »

8 মন্তব্য(গুলি)

Write মন্তব্য(গুলি)
Anonymous
AUTHOR
February 17, 2024 at 8:17 AM delete

আমার বাচ্চাকে হাসপাতাল থেকে দিয়েছে কিন্তু আমি খেয়াল করি নাই এটা এন্টিবায়োটিক। গত পরশু একটা খাইয়েছি ।তারপর আর খাওয়াই নাই। এখন কি করব আমি খুব চিন্তা হচ্ছে।

Reply
avatar
Anonymous
AUTHOR
April 18, 2024 at 11:56 AM delete

আমার ছেলের বয়স পাচ বছর।গলায় টনসিল আছে।বলেছে টনসিল ভালো হয়ে যাবে।অভিজ্ঞ জনের মতামত চাই।

Reply
avatar
Anonymous
AUTHOR
April 24, 2024 at 12:43 AM delete

আপনার বাচ্চার বয়স কতো আর এটা খাওয়ানোর পরে কি আর পায়খানা করে নাই একটু বলেন প্লিজ

Reply
avatar
Anonymous
AUTHOR
September 21, 2024 at 1:27 AM delete

আমার বাচ্চার বয়স ১বছর ৯ মাস ও একবার খাওয়ার পর অন্য ঔষধ দিছি কিন্তু আমার বাচ্চা পায়খানা করে না। খাবার ও খায় না

Reply
avatar
Anonymous
AUTHOR
September 25, 2024 at 11:33 AM delete

খুব ভালো কাজ করে আমার পরিবারে এই ওষুধ সেবন করে

Reply
avatar
Anonymous
AUTHOR
November 2, 2024 at 10:02 PM delete

এটা কি টনসিল এর জন্য উপকারী?

Reply
avatar
Sadiasblog
AUTHOR
November 9, 2024 at 11:11 PM delete

আমার বাচ্চার ১ মাস ধরে ঠান্ডা এই ঔষধ দিছে। খাওয়াবো কি।আর খাওয়ালে ভালো হবে কি

Reply
avatar
Anonymous
AUTHOR
December 17, 2024 at 6:22 AM delete

Ami o vabtaci kahwabo nki

Reply
avatar