Calcium Lactate Tablet, 300 mg .
যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে:
(১) গর্ভাবস্থায় (প্রথম ৩ মাস ব্যতিত)
(২) স্তন্যদায়ী মা
(৩) বাড়ন্ত শিশু
(৪) বয়সের কারণে মাসিক বন্ধ হবার পর
(৫) হাটু/কোমর/ঘাড়ে ব্যথা
(৬) বয়স বেশী হবার কারণে অস্থিয় বা হাড়ের ক্ষয়জানিত রোগ
সেবন মাত্রা:
· প্রাপ্ত বয়স্কদের জন্য (বয়স ১২ বছরের উপরে) : ১টি বড়ি দিনে ২ বার থেকে ৩ বার সেব্য। কমপক্ষে ১ মাস ব্যবহার করতে হবে।
· অপ্রাপ্ত বয়স্কদের জন্য (বয়স ১২ বছরের নীচে) : ১টি বড়ি দিনে ১ বার সেব্য। কমপক্ষে ১ মাস ব্যবহার করতে হবে।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাব না: (১) কোষ্ঠকাঠিন্য
পার্শ্বপ্রতিক্রিয়া:
(১) খালিপেটে খেলে এসিডিটি বেড়ে যেতে পারে
(২) ক্ষুধামন্দা
(৩) কোষ্ঠকাঠিন্য
সাবধানতা: বিশেষ কোন সাবধানতার প্রয়োজন নেই। ঔষধের পরিমান একটু কম-বেশী হলে তেমন অসুবিধা নেই।
মন্তব্য: এটি শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি করে বলে অস্থি মজবুত হয়।
Sign up here with your email
7 মন্তব্য(গুলি)
Write মন্তব্য(গুলি)খুব ভাল পরামর্শ
Replyছেলেরা কি খেতে পারবে
Replyপারবে কোনো সমস্যা নেই
Replyছেলেরা কি খেতে পারবে
Replyনারী পুরুষ উভয়ের জন্য ব্যবহার করা যাবে কি না সেটা বলা উত্তম।
Replyছেলেরা রাখাতে পারবে
Replyছেলেরা খেতে পারবে
Reply