Chlorpheniramine Maleate Tablet, 4 mg .
যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে:
(১) চুলকানি
(২) সাধারণ সর্দি-কাশি
(৩) পোকা মাকড়ের কামড়ের কারণে চুলকানি
(৪) মোশন সিকনেস বা ভ্রমন কালে বমি বমি ভাব
(৫) এলার্জি জনিত কারণে পার্শ্বপ্রতিক্রিয়া।
সেবন মাত্রা:
· ৬ বছর থেকে ১২ বছর বয়স্কদের ক্ষেত্রে: অর্ধেক (১/২) বড়ি দিনে ৩ বার বা ৮ ঘন্টা পরপর।
· পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে: ১টি বড়ি দিনে ৩ বার বা ৮ ঘন্টা পরপর।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
(১) জানা পার্শ্বপ্রতিক্রিয়া
(২) গ্লুকোমা বা চোখের উচ্চচাপ।
পার্শ্বপ্রতিক্রিয়া:
(১) তন্দ্রাচ্ছন্ন বা ঘুম ঘুম ভাব
(২) দুর্বল লাগা
(৩) মুখ ও গলা শুকিয়ে যাওয়া
(৪) চোখে ঝাপসা দেখা
সাবধানতা: ২ মাসের কম বয়সী শিশুদেরকে এই ঔষুধটি দেয়া যাবে না।
মন্তব্য:
(১) ঘুম ঘুম ভাব হয় বিধায় যারা গাড়ি চালায় তাদেরকে সাবধান করে দেয়া উচিত।
(২) ৬ বছরের কম বয়সী দের ক্ষেত্রে সিরাপ ব্যবহার করা ভাল।
Sign up here with your email

14 মন্তব্য(গুলি)
Write মন্তব্য(গুলি)Thanks
Replyধন্যবাদ
ReplyThanks
Replyএলার্জি জন্য কাজ করবে
Replyখাবার খাওয়ার আগে নাকি পরে খেতেহবে?
Reply৪ ঘন্টা আগে একটা খেয়েছি একন ভূলে আবার একটা খেয়েছি সমস্যা হবে কি?
ReplyThanks
Replyগর্ভাবস্থায় কি এটা খাওয়া যাবে??
ReplyThx
Replyখাবারের আগে নাকি পরে
Replyখাবারের আগে নাকি পরে
Replyখাওয়ার আগে না পরে
Replyখাবারের আগে নাকি পরে
ReplyTnx
Reply